প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:07 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:47 AM

বিশ্বকাপের সঙ্গে ৪২ মিলিয়ন ডলার পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনার রাস্তায় মানুষের ঢল

মহসীন কবির: বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা, আনন্দে মাতোয়ার সারাবিশে^র ভক্ত-সমর্থকরা। আনন্দ ভাগাভাগি করতে আর্জেন্টিনার রাস্তায় নামে মানুষের ঢল। রয়টার্স

রোববার ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দেশটি। পতাকা, টুপি এবং দেশের আইকনিক নীল-সাদা জার্সি নিয়ে আর্জেন্টাইনরা ফাইনালে জয়ের কয়েক মিনিটের মধ্যে বুয়েনস আইরেসের কেন্দ্রস্থল এবং অন্যান্য আইকনিক স্পট দখল করে নেয়। একই সময়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ-উল্লাস। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এল আর বাদল: বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হয় তারা ১৮ ক্যারেট স্বর্ণের ৬.১৭ কেজি ওজনের ট্রফির পাশাপাশি অর্থ পুরস্কারও পেয়ে থাকে। আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতে সেটাই পেয়েছে।

লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপজেতা আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৪০ কোটি টাকা) একটি চেক। টাইব্রেকারে হেরে রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।

কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি ২৯ দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)। কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে। শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই দেশে ফিরেছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে সঙ্গে নিয়ে। আর গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব